মাঠে সাকিব, গ্যালারিতে শিশির
লম্বা সময় পর বাংলাদেশে এসেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ঢাকা পা রেখে সাকিবের ব্যবসার বিভিন্ন দিক দেখছেন শিশির। এবার ক্রিকেট মাঠে বিশ্বসেরা অলরাউন্ডারকে সাপোর্ট দিতে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির তাঁর স্ত্রী। বাইশ গজে খেলছেন সাকিব, গ্যালারিতে বসে সাপোর্ট দিচ্ছেন শিশির।
আজ শুক্রবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হয়েছে সাকিবের দল ফরচুন বরিশাল। তারকাবহুল ঢাকার বিপক্ষে দারুণ খেলছে সাকিবের দল। বরিশালের ড্রেসিং রুমেই পাশেই গ্যালারিতে আছেন সাকিবের স্ত্রী। তাঁর সঙ্গে আছেন সাকিবের ছোট বোন রিতু।
এই মুহূর্তে বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব। বিপিএলে তাঁর দলও ভালো খেলছে। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। সাকিব মাঠের খেলায় ব্যস্ত থাকায় তাঁর স্ত্রী শিশির দেখছেন ব্যবসার বিভিন্ন দিক।
এর মধ্যেই আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির জানালেন, সাকিবের কাছ থেকে দূরে থাকা তাঁর মেয়েদের জন্য কতটা কঠিন। তবে দূরে থাকায় তাঁর সঙ্গে সাকিবের সম্পর্ক আরো শক্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন শিশির।
সাংবাদিকদের শিশির বলেন, ‘দিন শেষে আমরা দুজনে একসঙ্গে সব সিদ্ধান্ত নেই। খেলা হোক বা ব্যবসা হোক, জীবনের যেকোনো সিদ্ধান্ত আমরা একসঙ্গে নিতেই পছন্দ করি। কোনো কিছু করার আগে আমাদের দুজনের মধ্যে আগে আলোচনা হয়।
খেলার কারণে ওর অনেক দূরে থাকতে হয়। এটা আমাদের মধ্যে সম্পর্ক আরো শক্ত করেছে। দূরে থাকার কারণে অনুভূতিটাও আরো বেশি। আমরা সবসময় নিজেদের সময়গুলো উপভোগ করার চেষ্টা করি।’
এর পর মেয়েদের কথা উল্লেখ করে শিশির বলেন, ‘আমরা দুজন দুজনকে প্রতিদিন, প্রতি মুহূর্ত মিস করি। বিশেষ দিনে বাচ্চারা বাবাকে অনেক মিস করে। বড় মেয়ে আলাইনা এখন সব বুঝে। সে তাঁর বাবাকে খুব মিস করে। আমরা দুজনে ব্যাপারটা মানিয়ে নিয়েছি।’