মানুষ মনে রাখবে ‘হ্যান্ড অব গড’-এর কথাও
ফুটবল যত দিন বেঁচে থাকবে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেঁচে থাকবে মানুষের মনে। কারো কাছে বিতর্কিত গোল, আবার কেউ বলবেন ফুটবল শৈলি।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন বিতর্কিতভাবে। হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। যাকে ‘হ্যান্ড অব গড’ বলেছিলেন তিনি।
অবশ্য এই গোলের পেছনে রয়েছে এক অজানা কাহিনী, যা পরবর্তীতে সামনে এনেছিলেন ম্যারাডোনা। এখনকার সময়ের মতো ভিএআর প্রযুক্তি থাকলে সেই গোলটির জন্য তিনি গ্রেপ্তারও হতে পারতেন। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হরেছিল ইংল্যান্ড।
দুটি গোলের মধ্যে ম্যারাডোনার প্রথম গোলটি ছিল বিতর্কিত ‘হ্যান্ড অব গড’। আর ঠিক তার পরেই দ্বিতীয়টি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা।
বেশ কিছুদিন আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা তাঁর সেই বিতর্কিত গোল নিয়ে বলেছিলেন, 'ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির ব্যবস্থা থাকলে সেই গোলের জন্য আমি গ্রেপ্তারও হতে পারতাম।’
অবশ্য এ জন্য সেই ম্যাচটির রেফারি আলী বিন নাসেরের কাছে এর আগে ক্ষমাও চেয়েছিলেন ম্যারাডোনা। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে সেদিন ম্যাচের ৫১ মিনিটে লাফিয়ে উঠে হাত দিয়ে গোল করেছিলেন। হেডের ছলে হাতের টোকায় করা গোল এতটাই নিখুঁত ছিল, রেফারি বুঝতেই পারেননি।