‘মাশরাফীকে মিস করবে বাংলাদেশ’
বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। অভিজ্ঞ এই পেসারকে আসন্ন সিরিজে মিস করবে বলে জানিয়েছেন বিসিবির পরিচলক ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
মাশরাফী না থাকায় বাংলাদেশ দলের শক্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘মাশরাফী একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই তাতে। অন্যতম সেরা অধিনায়কও ছিল সে। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকা দলের শক্তি অনেকটাই কমেছে। তাঁকে সবাই মিস করবে।’
ক্যারিবীয়দের বিপক্ষে কনো ক্রিকেটারের অভিষেক হবে কি না, এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘তা নির্বাচকরা বলতে পারবেন। দুটি প্রস্তুতি ম্যাচ আছে। ১৬ জানুয়ারি ওয়ানডে দল ঘোষণা হবে। তখন বিস্তারিত জানা যাবে।’
বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘জৈব সুরক্ষা বলয় নিয়ে আমরা কিছুটা চিন্তিত ছিলাম। দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছি। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সফলভাবে আয়োজন করতে পেরেছি। আশা করছি আসন্ন সিরিজও সফলভাবে আয়োজন করতে পারব।’
আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।