মাশরাফীদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সাকিবরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু করেছে তারকাবহুল দল ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। বলা চলে, বাংলাদেশের দুই তারকার লড়াই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের বরিশাল। তবে ম্যাচটিতে বরিশালকে নেতৃত্ব সাকিব নন, দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দলের অফিসিয়াল ফটোশুটে গত বৃহস্পতিবার হাজির ছিলেন মিরাজ। আজ টস করতেও দেখা গেল মিরাজকেই।
গেল আসরেও বরিশালের জার্সিতে খেলেছিলেন সাকিব। তবে শিরোপা জেতাতে পারেননি। এবার সেই লক্ষ্য পূরণে আরেকবার সাকিবে ভরসা রেখেছে বরিশাল।
অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সে হয়ে খেলছেন বাংলাদেশের দুই তারকা মাশরাফী ও মুশফিকুর রহিম। তাদের মিশন শুরু হয়েছে গতকাল শুক্রবার প্রথম দিনই। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সিলেট। ৮ উইকেটের বড় জয়ে আসর শুরু করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। এবার বরিশালকে হারিয়ে সেই ছন্দ ধরে রাখতে মরিয়া স্ট্রাইকার্সরা।
প্রতিপক্ষ সাকিবরাও চাইবেন টুর্নামেন্টে শুরুটা জয় দিয়ে করতে। সেই লক্ষ্যেই মাঠে নামবে ফরচুন বরিশাল। তবে মাঠের লড়াইয়ে কে সফল হয় সেটা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।