মাহমুদউল্লাহ-মাশরাফীর সঙ্গে এক দলে পড়ে উচ্ছ্বসিত তামিম
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বড় চমকটা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালিকানাধীন দল ঢাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা তিন তারকা মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মাশরাফীকে দলে ভিড়িয়েছে তাঁরা। ফলে স্বাভাবিকভাবে বিপিএল শুরুর আগেই নজর কাড়ল ঢাকা।
মাশরাফী ও মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে পড়ে খুশি হয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। ড্রাফট শেষে সংবাদমাধ্যমে সামনে নিজের উচ্ছ্বাসের কথা জানান দেশসেরা ওপেনার।
সরাসরি চুক্তিতে প্রথমে মাহমুদউল্লাহকে দলে ভেড়ায় ঢাকা। এরপর প্লেয়ার্স ড্রাফট থেকে নেয় মাশরাফী ও তামিমকে। মাশরাফী, তামিম ও মাহমুদউল্লাহ—তিন ক্রিকেটারই রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। পারিশ্রমিক ৭০ লাখ টাকা করে। অর্থাৎ তিন তারকার জন্য ২ কোটি ১০ লাখ টাকা খরচ করতে হচ্ছে বিসিবির দল ঢাকাকে।
ড্রাফট শেষে নিজেদের দল নিয়ে সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘এরকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।’
ঢাকাকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তামিম বলেন, ‘দল বেশ ভালো। চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কি না সেটার নিশ্চয়তা নেই। একটা খুব বেশি ভালো দল ভালো নাও করতে পারে।নির্ভর করবে আমরা কিভাবে খেলি। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।’
তামিম-মাশরাফীর সঙ্গে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাহমুদউল্লাহও। তিনি বলেন, ‘সবসময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। তামিমও আমাদের সঙ্গে আছে। এটা আমরা সবসময় উপভোগ করি মাশরাফি ভাইয়ের সঙ্গে বা তার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-২০ কাপ যেটি হলো তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।’