মিরপুরে বাটলার-আর্চারদের ঘাম ঝড়ানো প্রস্তুতি
দীর্ঘ সাত বছর পর সিরিজ খেলতে গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ভ্রমণের ধকলের পর দিনের বাকি সময় হোটেলে বিশ্রামে কাটিয়েছে জস বাটলারের দল। বিশ্রাম নিয়ে পরের দিনই প্রস্তুতিতে নেমে পড়েছে ইংলিশরা।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঝাম ঝড়ানো অনুলীলন শুরু করে বাটলারের দল। শুরুতে শেরেবাংলায় সেন্টার উইকেট যাচাই করেন প্রধান কোচ ম্যাথু মট ও পেসার জোফরা আর্চার। এরপর গা গরম করে একাডেমী মাঠে ব্যাটে-বলে প্রস্তুতি শুরু করে সফরকারীরা।
অনুশীলনে একে একে বাটলার-মঈন আলীরা ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন। বোলিং শেষে ব্যাটিং করতে দেখা যায় আর্চারকেও। এরপর কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলনও করে ইংলিশরা। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে আগে ভাগেই বাংলাদেশে আসল ইংলিশরা।
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই টেস্ট খেলেছিল অতিথিরা। তবে, এবার আর টেস্ট সিরিজ নেই। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে সফরকারীরা।
আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বিকেল ৩টা থেকে।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।