মিরাজের চোটে ভাগ্য খুলেছে সৈকতের
আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর বদলে অনেকটা চমক দিয়েই মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ফিরিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। মিরাজের ছিটকে যাওয়ার সুবাদে লম্বা সময় পর বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পেয়েছেন সৈকত।
মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই দলে সুযোগ পেয়েছেন সৈকত। তাছাড়া বল হাতে সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও বল হাতে তেমন ভালো করতে পারেননি। তবে ব্যাটিং ভূমিকা রাখতে পারবেন ভেবে তাঁকে দলে ডেকেছেন নির্বাচকরা।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয় সৈকতের। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। ওই ম্যাচে তিনি ৭৫ রানের ইনিংস খেলেন। ২০১৯ সালে আসে টেস্ট দলে জায়গা হারান সৈকত। এতদিন পর ফের লাল বলের ক্রিকেটে ফিরলেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এ ছাড়া সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।