মুমিনুলের চেয়ে যোগ্য কাউকে দেখছেন না সাকিব
ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুমিনুল হকের। শেষ ১৫ ইনিংসে ৫০ এর উপরে রান করেছেন মাত্র একবার। চলতি টেস্টেও হাসছে না অধিনায়কের ব্যাট। বাজে ফর্মের সঙ্গে যোগ হয়েছে অধিনায়কত্বের চাপ। সবমিলে কিছুটা সমালোচিত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
প্রশ্ন উঠেছে মুমিনুলের টেস্ট অধিনায়কত্ব নিয়েও। তবে দলের অন্যতম তারকা সাকিব আল হাসান নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা দেখছেন না। তিনি মনে করেন, মুমিনুলের চেয়ে যোগ্য অধিনায়ক এই মুহূর্তে নেই বাংলাদেশ দলে।
আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন সংবাদ সম্মেলনে মুমিনুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে এমনটাই জানান সাকিব।
মুমিনুলের দুঃসময়ে সাপোর্ট দেওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, 'একজন অধিনায়কের জন্য অবশ্যই এই পরিস্থিতি একটু কঠিন। তবে এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে তাকে সাপোর্ট করি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা, মুমিনুলের চেয়ে ভালো কোনো অপশন আসলে আমাদের কাছে নাই। তো, ওকে আমাদের সাপোর্ট করতে হবে। শুধুমাত্র একটা ইনিংস ওর সবকিছু আবার বদলে দিতে পারে।'