মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে এগিয়ে গেল লখনৌ
জমে উঠেছে আইপিএলের প্লে-অফের লড়াই। প্রথম দল হিসেবে গুজরাট ছাড়া আর কেউই এখনো শেষ চার নিশ্চিত করতে পারেনি। চলতি আইপিএলের দুর্দান্ত ফর্মে থাকা লখনৌ সুপার জায়ান্টস এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরও এগিয়ে গেল।
গতকাল মঙ্গলবার (১৬ মে) লখনৌর ভারতরত্ন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে স্কোরবোর্ডে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্টস। জবাবে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭২ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। যার ফলে ৫ রানের জয় পায় স্বাগতিক লখনৌ।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লখনৌর। দলীয় ১২ রানের মাথায় দীপক হুদা ও পিরাক মানকাদকে হারিয়ে বড়সড় ধাক্কা খায় দলটি। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে দলীয় ৩৫ রানে কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে চাপ আরো বাড়ে দলটির। একটা সময় মনে হচ্ছিল হয়তো খুব বেশি দূর যেতে পারবে না লখনৌ।
তবে সেই ধারণা ভুল প্রমাণ করে দুর্দান্ত ব্যাটিং করে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেন দুই তারকা ব্যাটার মার্কাস স্টয়নিস ও ক্রুনাল পান্ডিয়া। এই দুইজনের ৮২ রানের জুটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পায় লখনৌ।
তবে দলীয় ১১৭ রানের মাথায় ব্যক্তিগত ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পান্ডিয়া। এরপর নিকোলাস পুরানকে নিয়ে বাকি কাজটা সারেন স্টয়নিস। এই ব্যাটারের ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় লখনৌ। মুম্বাইয়ের হয়ে জেসন বেহরেনডফ সর্বোচ্চ ২টি উইকেট নেন।
১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোরের বিপরীতে ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করে মুম্বাই। ওপেনিংয়ে নেমেই দলকে জয়ের ভিত গড়ে দিয়েছিল ঈশান কিশান ও রোহিত শর্মা। এই দুই ব্যাটারের ৯০ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলীয় ৯০ রানে রোহিতের বিদায়ে প্রথম উইকেট হারায় মুম্বাই। ২৫ বলে ৩৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।
রোহিতের বিদায়ের পর, আরেক ব্যাটার ঈশানও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। দলীয় ১০৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ বলে ৫৯ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
এত ভালো শুরুর পরও বাকি ব্যাটাররা মিলে দলকে জেতাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষমেশ ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭২ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। লখনৌর হয়ে ইয়াশ ও বিশনই ২টি করে উইকেট নিয়েছেন।