মুম্বাইয়ের প্লে-অফের সম্ভাবনা দেখছেন শেবাগ
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। একবারই শিরোপার স্বাদ পেয়েছিল দলটি। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছে পাঁচবার। টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা তাদের দখলে।
প্রতিবারই শিরোপার অন্যতম দাবিদার থাকে মুম্বাই। সেই মুম্বাই চলমান আইপিএলে খুব ভালো অবস্থানে নেই। দশ দলের মধ্যে অবস্থান নবম। হেরেছে সর্বশেষ দুই ম্যাচে। জয়ের লক্ষ্যে আজ রোববার (৩০ এপ্রিল) রাতে তারা মাঠে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
আসরে মুম্বাই যতটা ধুঁকছে, রাজস্থান তততাই উড়ছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হওয়ার আগে মুম্বাইয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ।
ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসকে শেবাগ বলেন, ‘মুম্বাই শেষ দুটো ম্যাচ হেরেছে। এর মানে এই নয় যে তাদের সব শেষ। এই টিমের ফিরে আসার সক্ষমতা আছে। তারা এখনও প্লে-অফে উর্ত্তীর্ণ হতে পারে।’
মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা চলতি আসরে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তেমন। সাত ম্যাচে রান করেছেন ১৮১। অর্ধশতক মাত্র একটি। রোহিতের মতো একজনের সঙ্গে যা বেমানান। রোহিতের জন্য অধিনায়কত্ব চাপ হয়ে যাচ্ছে বলে মনে করছেন শেবাগ। তার মতে, ‘অধিনায়কত্বের চাপ নিয়ে খেলা উচিত নয় রোহিতের। চাপমুক্ত হলে সে নিজের সহজাত খেলাটা খেলতে পারবে।’
আইপিএলের সবচেয়ে সফলতম দল এভাবে ধুঁকে ধুঁকে খেলছে ম্যাচের পর ম্যাচ। রাজস্থানের বিপক্ষে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নামবে রোহিত শর্মার দল।