মুশফিককে নিয়ে সুখবর দিলেন বিসিবির ফিজিও
আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মোকাবিলায় নামছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে সুখবর পাওয়া গেল। চোট থেকে অনেকটাই সেরে ওঠায় কাল মাঠে নামতে পারেন তিনি।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেন মুশফিক। এ সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মুশফিকের আঙুলে চিড় ধরেনি। গতকাল তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার আঙুলে ফোলা আর নেই। আজ ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। এখন ভালো আছেন অভিজ্ঞ এই ব্যাটার। আশা করছি দ্বিতীয় ম্যাচের দলে থাকবেন।’
গত বুধবার অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিক। ডানহাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। অবশ্য সেই চোট গুরুতর ছিল না। স্ক্যান করার পর তেমন কিছু ধরা পড়েনি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল লাল-সবুজের দল।
গতকাল প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারায় মাহমুদউল্লাহরা। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল শনিবার।