মুস্তাফিজকে নিয়েই জয়ের খোঁজে মাঠে নেমেছে দিল্লি
চলতি আইপিএলে সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে দিল্লি ক্যাপিটালস। ১০ দলের আসরে এখন পর্যন্ত জয়হীন আছে তারাই। ৪ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা মেলেনি তাদের। অবস্থান পয়েন্ট টেবিলে সবার নিচে।
এমন কঠিন পরিস্থিতিতে থেকেই আজ শনিবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে দিল্লি। জয়ের মিশনে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছে তারা।
এর আগের ম্যাচে একাদশে এবারের আসরে প্রথমবার সুযোগ পান মুস্তাফিজ। তবে রোহিত শর্মার উইকেট পেলেও দলের জয়ের জন্য খুব একটা ভূমিকা রাখতে পারলেন না। তবুও মুস্তাফিজের ওপর ভরসা রেখেছে দিল্লি ক্যাপিটালস। টানা দ্বিতীয় ম্যাচে রেখেছে একাদশে।
বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে দিল্লি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এক ম্যাচ জিতে পয়েন্টের খাতা খুললেও হেরেছে শেষ দুই ম্যাচে। দুই পয়েন্ট তাদের অবস্থান টেবিলের আট নম্বরে। তাই এই ম্যাচে জয়ে ফেরা যে দুদলের জন্যই মহাগুরুত্বপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না!