মুস্তাফিজকে নিয়ে দিল্লির নাটকের শেষ কবে?
চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। হেরেছে তিন ম্যাচের সবকটিতে। বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রতি ম্যাচেই। গড়তে পারেনি নূন্যতম প্রতিরোধ। তবু মুস্তাফিজকে মাঠে নামানোর ব্যাপারে নীরব দিল্লি। সেই দিল্লিই আবার ফেসবুকে সরব মুস্তাফিজকে নিয়ে। প্রায় প্রতিদিনই পোস্ট করছে তার ছবি দিয়ে। অদ্ভুত এই নাটকের শেষ কোথায়, তা জানে না মুস্তাফিজভক্তরা।
গতকাল শনিবার (৮ এপ্রিল) ম্যাচের আগে তার ছবি দিয়ে দিল্লি লিখে, ‘পরিপূর্ণ ম্যাচের আমেজ।’ দলের জার্সি পরে ফিটফাট মুস্তাফিজের ছবি দেখে সবাই ধরে নিয়েছিল তাকে খেলাবে দিল্লি। কিন্তু একাদশেই ছিলেন না তিনি। ম্যাচের পর আজ রোববার (৯ এপ্রিল) মুস্তাফিজের আরেকটি ছবি দিয়ে লিখে, ‘ফিজ আমাদের রোববারের আমেজ দিচ্ছে।’
মুস্তাফিজকে নিয়ে নিয়মিতই ছবি প্রকাশ করে দিল্লি। কখনও দেখা যায় অনুশীলনে আছেন তিনি, কখনও দেখা যায় মাঠে হাসিমুখে বসে আছেন। আইপিএলের উদ্দেশ্যে বিমানে ওঠার পর তার সেই ছবিও প্রকাশ করেছিল দিল্লি। বলা বাহুল্য, মুস্তাফিজকে নিয়ে দেওয়া দিল্লির প্রায় প্রতিটি পোস্টেই তাদের অন্যান্য পোস্টের তুলনায় রিঅ্যাকশন বেশি হয়।
প্রশ্ন জাগে, মুস্তাফিজকে নিয়ে তাহলে দিল্লির পরিকল্পনা কি শুধুই ফেসবুক কেন্দ্রিক? মুস্তাফিজকে ছাড়া যদি দল জিততো, বিষয়টি মানা যেত। কিন্তু তিন ম্যাচের কোনোটিতে দিল্লির বোলাররা সামান্য প্রতিরোধ গড়তে পারেনি প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম ম্যাচে আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্ট তুলেছিল ৬ উইকেটে ১৯৩ রান। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে দিল্লি তোলে ১৬২ রান। মাত্র ১৮.১ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে গুজরাট। সর্বশেষ গতকাল রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে ৪ উইকেটে করে ১৯৯ রান।
দিল্লির কি তাহলে এবার টনক নড়বে? সামাজিক যোগামাধ্যমের উপাদান না বানিয়ে মাঠের খেলায় মুস্তাফিজকে নেওয়ার প্রয়োজনীয়তা যদি এখনও অনুভব করতে না পারে দিল্লি, আর করবে কখন!