মেসিকে নিয়ে চিন্তিত নয় নেদারল্যান্ডস
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। লিওনেল মেসির পায়ের জাদু আরও একবার দেখতে অপেক্ষায় ভক্তরা। যারা ফুটবল দ্বৈরথে বিশ্বাসী তারা মুখিয়ে লড়াইয়ের ভেতর আরেকটি লড়াই দেখতে। সেটা হলো—লিওনেল মেসি বনাম ফন ডাইকের লড়াই।
এই দ্বৈরথ নিয়ে এত রোমাঞ্চের অন্যতম কারণ, আক্রমণ বনাম রক্ষণ। আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি মূহুর্তেই ছিন্নভিন্ন করতে পারেন বিপক্ষের রক্ষণ। মেসিকে আটকাতে রক্ষণের নেতৃত্বে আছেন নেদারল্যান্ডস অধিনায়ক ফন ডাইক।
ফন ডাইক অবশ্য মেসির সঙ্গে তার লড়াইকে মানতে নারাজ। এমনকি মেসি বনাম গোটা ডাচ দলের লড়াইয়ের তত্ত্বেও তিনি নাখোশ। ইসপিএনের বরাতে জানা যায় ডাচ তারকার মন্তব্য। সেখানে তিনি বলেন, ‘আমি বনাম মেসি, বিষয়টা এমন নয়। আবার মেসি বনাম পুরো দল, তাও নয়। খেলা হবে দু'টো দলের মাঝে।’
তবে মেসিকে নিয়ে পুরো দলের সতর্ক থাকার কথা অকপটে বললেন তিনি। তাদের পরিকল্পনা পুরো আর্জেন্টিনাকে নিয়েই। শক্তিমত্তায় এগিয়ে থাকার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফন ডাইক বলেন, ‘আর্জেন্টিনা চমৎকার দল। দারুণ সব খেলোয়াড় ওদের। আমরাও সব বিভাগে ভালো খেলেই এখানে এসেছি।’