মেসিকে নিয়ে নতুন ধোঁয়াশা
লিওনেল মেসি বরাবরের মতোই চুপচাপ। তবে, তাকে নিয়ে এখন সরগরম ফুটবল দুনিয়া। চলতি মৌসুমের পর পিএসজির সঙ্গে চুক্তি শেষে মেসি কোথায় যাবেন, তা নিয়ে যেন ঘুম হারাম সবার। সৌদি আরবের ক্লাব আল-হিলালে তার যাওয়া প্রায় নিশ্চিত ধরে নিয়েছে অনেকেই। এসেছে চুক্তির খবরও। ঠিক এমন এক মুহূর্তে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানোর টুইটে ফের সৃষ্টি হয়েছে ধোঁঁয়াশা।
এর আগে বার্তাসংস্থা এএফপির বরাতে আজ মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায়, মৌসুম শেষে মেসি সৌদি আরবে চলে যাচ্ছেন, চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে।
ঘণ্টা না ঘুরতেই ফেব্রিজিয়ো রোমানো টুইট করলেন আল-হিলালের সঙ্গে মেসির এই চুক্তির বিষয়ে। আজ মঙ্গলবার (৯ মে) নিজের ভেরিফায়েড টুাইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘মেসির পরিস্থিতির পরিবর্তন হয়নি। মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় যাবেন। আল-হিলাল গত এপ্রিলেই প্রস্তাব দিয়ে রেখেছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও মেসিকে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।’ এরপর থেকে আবারও ফুটবল দুনিয়ায় শুরু হয় তোলপাড়।
রহস্য রেখেই যেন একেকটি দিন পার করছেন মেসি। দলের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হলেন, ক্ষমা চাইলেন, আবার নিষেধাজ্ঞা কাটার আগেই ফিরলেন পিএসজির অনুশীলনে। যদিও সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্লাবটি। ধারণা করা হচ্ছে, মেসি ক্ষমা চাওয়াতেই নমনীয় হয়েছে তারা।
তবে, দুপুরে মেসির প্যারিস ছাড়ার সংবাদ সবকিছুকে ছাপিয়ে যায়। এএফপি নিশ্চিত করেই বলেছে, বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরোর যে চুক্তি মেসিকে দিয়েছিল আল-হিলাল, সেটি সম্পন্ন হয়েছে।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানোর টুইটে সৃষ্ট ধোঁঁয়াশার পর এখন দেখার পালা, পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে মেসিকে নিয়ে কী তথ্য আসে!