মেসিকে পেতে স্পন্সরের খোঁজে বার্সেলোনা
লিওনেল মেসিকে পেতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে বিভিন্ন দেশের ক্লাবগুলো। যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে উন্মুক্ত প্রস্তাব, সৌদি আরব দিল রেকর্ড অঙ্কের প্রলোভন। বিশাল অর্থের বিপরীতে বার্সেলোনাও চায় মেসিকে। অনিচ্ছা নিয়েই মেসিকে বার্সা ছাড়তে হয়েছে ক্লাবের অর্থনৈতিক জটিলতায়। তাকে আবারও ফেরাতে চায় কাতালানরা। অর্থ যেন বাঁধা না হয়, সেজন্য ক্লাবটি দ্বারস্থ হচ্ছে স্পন্সরদের।
ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনতে পুরনো স্পন্সরদের সঙ্গে কথা বলছে ক্লাব কর্তৃপক্ষ। মেসির পুনরায় বার্সায় ফেরার পথে অন্যতম বড় বাঁধা অর্থ। চাহিদা অনুযায়ী তাকে বেতন দিতে পারবে না বার্সা।
সম্প্রতি বার্সা সহ-সভাপতি রাফা ইউস্তে ও কোচ জাভি আলাদাভাবে কথা বলেছেন মেসির ফেরা প্রসঙ্গে। দুজনই আশাবাদী মেসির ফেরা নিয়ে। সেজন্য স্পন্সর খুঁজছে তারা। মেসি বার্সায় ফিরে আসলে অর্থনৈতিকভাবে আবারও সমৃদ্ধ হবে ক্লাবটি, প্রসারিত হবে পুরো লা লিগার অর্থনৈতিক বাজার। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্পন্সরদের আগ্রহী করার চেষ্টা করছে কাতালানরা।
২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির চাহিদা বেড়ে গিয়েছে কয়েকগুণ। চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে তার। শুরুতে চুক্তি নবায়ন করার কথা থাকলেও তা হওয়ার সম্ভাবনা বেশ কম। এতেই মেসিকে পেতে উন্মুখ হয়েছে বেশ কয়েকটি ক্লাব। বার্সাও চায় ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নীতি অনুযায়ী যতটুকু দেওয়া সম্ভব মেসিকে ততটাই দেবে বার্সা। পাশাপাশি স্পন্সর পেলে সেখান থেকে একটা লভ্যাংশ দিয়ে বেতনের কমতিটা পুষিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এখন দেখার পালা মেসিকে পেতে মরিয়া বার্সার প্রস্তাবে স্পন্সররা কতটুকু সাড়া দেয়!