মেসির আচরণে হতাশ ব্রাজিল তারকা
লিওনেল মেসি বনাম পিএসজি ইস্যুতে উত্তাল ফু্টবল বিশ্ব। মেসি পিএসজিতে থাকবেন কিনা এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে এই ইস্যুতে অনেকেই মেসির পক্ষে-বিপক্ষে কথা বলছেন। কেউ কেউ তো মেসিকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। যে তালিকায় আছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রিভালদো।
গতকাল শুক্রবার (৫ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়াতে মেসির ওপর হতাশ রিভালদো।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো জানিয়েছেন, ‘সত্যি বলতে মেসির এমন আচরণ দেখে আমি হতাশ। এটা তার বর্তমান ক্লাবের প্রতি অসম্মানজনক। যেটা মেসির ক্ষেত্রে খুবই বেমানান। এর আগে কখনোই মেসি এমন নিয়ম অমান্য করতে দেখিনি আমি। সে চাইলে এটা অন্যভাবে করতে পারত। তার হাতে আরও বেশ কিছু বিকল্প ছিল।’
শুধু মেসি নয় সৌদিতে রোনালদোর পারিশ্রমিককে অতিরিক্ত বলছেন রিভালদো। রোনালদোর বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় মাঝে মধ্যে সৌদিতে প্লেয়ারদের বড় চুক্তি করা হয়, যা আসলে ক্লাবের জন্য খুব বেশি ভালো কিছু বয়ে আনে না। অনেকে সেখানে গিয়ে বুঝে আসলে ফুটবলটা মোটেও সহজ নয়। কারণ সেখানে তাদের অনেক সময় হতাশার মধ্য দিয়ে যেতে হয়। তাদের যে পরিমান অর্থ দেওয়া হয়, আদৌ কি তারা সেই অনুযায়ী পারফর্ম করতে পারে। তা নিয়ে আমার সন্দেহ রয়েছে’।
মেসির সৌদিতে যাওয়ার গুঞ্জনের বিষয়ে রিভালদো বলেন, ‘সৌদিতে গিয়ে সব প্লেয়ারদের ক্ষেত্রে মানিয়ে নেওয়া কষ্টকর। মেসির ক্ষেত্রেও তেমন অভিজ্ঞতা হতে পারে। আমার মনে হয়, মেসি ও রোনালদো দুজনকেই তাদের প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ার শেষ করা উচিত। যদিও দর্শকদের তাদের কাছ থেকে প্রত্যাশা বেশি। তবে এটা মনে রাখতে হবে যে, তাদের বয়স এখন আর ২৫-২৬ নয়। তাই তাদের কাছ থেকে আপনি আগের মতো ফলাফল আশা করতে পারেন না’।