মেসির কাছে পরাজয় স্বীকার করল সেই বক্সার
অবশেষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাছে পরাজয় শিকার করেছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় মেসির কাছে হার মেনে নিলেন তিনি। সেইসঙ্গে মেসির দক্ষতা সম্পর্কে ইতিবাচক কথাও বলেছেন আলভারেজ।
গত ২৬ নভেম্বর দিবাগত রাত ১টায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মেক্সিকো। সেদিন মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সিকে অবমাননার অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল, ড্রেসিংরুমে উদযাপনের সময়ে পা দিয়ে জার্সিতে লাথি মেরেছেন মেসি। এ বিষয়ে আর্জেন্টাইন এই তারকাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ।
আলভারেজ বলেছিলেন, ‘মেসি ইচ্ছাকৃতভাবে মেক্সিকোর জার্সিকে অবমাননা করেছেন। পায়ে মাড়িয়েছেন। তাই সে যেন আমার সামনে না পড়ে। না হলে আমি তাঁর অবস্থা খারাপ করে দিবো।’ তবে পরে এসে তিনি বলেছিলেন, ওই দিন মেক্সিকো হেরে যাওয়ায় তিনি মেসির ওপরে রেগে ছিলেন। এজন্য অনুতপ্ত তিনি।
এদিকে সেমিফাইনালের ম্যাচে ৬৯ মিনিটে মেসির সহায়তায় জুলিয়ান আলভারেজ যে গোলটি করছিলেন, সেটি বক্সার ক্যানেলো আলভারেজ টুইটে শেয়ার করে মেসির দক্ষতার প্রতি সমীহ প্রকাশ করেছেন। মুগ্ধ হয়েছেন মেসির এমন জাদুকরী ক্ষমতা দেখে।
আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেখানে আর্জেন্টিনা মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।