মেসির নামে নাম রাখার হিড়িক আর্জেন্টিনায়
আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছেন যে মানুষটা, সেই লিওনেল মেসি আগে থেকেই অমরত্বের সিংহাসনে বসে ছিলেন। দেশকে বিশ্বকাপ এনে দিতে সামর্থ্যের সবটুকু দিয়েছেন, পেয়েছেন আরাধ্য শ্রেষ্ঠত্বের দেখা। বিশ্বজয়ের রেশ এত সহজে কাটবে না আর্জেন্টাইনদের, তা সকলের জানা। যতরকম পাগলামি আছে, যতভাবে স্মরণীয় করা যায় মুহূর্ত, আর্জেন্টিনার মানুষ করছে।
মেসির নামে নবজাতকের নাম আগেও রাখতো বাবা-মায়েরা। কিন্তু বিশ্বকাপ জয়ের পর সেটি ছাড়িয়ে গেছে আগের রেকর্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, আর্জেন্টিনায় নবজাতক ছেলে হলে নাম লিওনেল, মেয়ে হলে লিওনেলা রাখার হার বেড়েছে ৭০০ শতাংশ! গত সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৬ জন শিশুর নাম রাখা হতো মেসি। ডিসেম্বরের শেষ দিকে সেই সংখ্যা দাঁড়ায় ৪৯ এ।
মেসির জন্মস্থান রোজারিও অবস্থিত আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে। সেই সান্তা ফে-তে মেসির নামে নাম রাখার প্রতিযোগিতা চলছে যেন। সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি অনুসারে, গত ডিসেম্বরে জন্ম নেওয়া প্রতি ৭০ জন শিশুর মাঝে একজনের নাম রাখা হয়েছে লিওনেল বা লিওনেলা। সামনের দিনগুলোতে এটি যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলের অন্যান্য তারকাদের নামেও বিভিন্ন প্রদেশে নাম রাখা হচ্ছে। তবে বেশিরভাগই রাখছে মেসির নামে। রাখাটাই স্বাভাবিক। মহাকাব্য রচনা করে মহানায়ক যেভাবে দেশকে এনে দিয়েছেন বিশ্বসেরার মুকুট, তাকে চিরস্মরণীয় করে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইবে কোন পরিবার!