মেসি ছাড়াও সাফল্য পাচ্ছে পিএসজি
আর কদিন বাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের আগে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মঁপেলিয়ের মুখোমুখি হয় তারা। লিওনেল মেসি না থাকলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজিকে। তারা সহজেই ২-০ গোলে জিতেছে।
এদিন শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় পিএসজি। হাঁটুর চোটের কারণে মেসি এই ম্যাচেও মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে অ্যাঞ্জেল ডি মারিয়া, নেইমার ও এমবাপ্পে খেলেন। তবে দলের একাধিক তারকা ফরোয়ার্ডের উপস্থিতিতেও ম্যাচের প্রথম গোলটি করেন ইদ্রিসা গানা গে। ডি মারিয়ার পাস থেকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। পরে প্রথমার্ধে নেইমার আরও দুটি সুযোগ নষ্ট করেন।
তবে দ্বিতীয়ার্ধে ব্যর্থ হচ্ছিলেন পিএসজি তারকারা। নেইমার একাধিক সুযোগ নষ্ট করার পাশপাশি কিলিয়ান এমবাপ্পে ব্যর্থ হন। এমন অবস্থায় ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জুলিয়ান ড্র্যাক্সলার। এই জয়ের সুবাদে লিগ ওয়ানের প্রতিটি ম্যাচ জয়ের রেকর্ড বজায় রাখল পিএসজি।
অবশ্য এদিন মেসি স্ট্যান্ডে বসে পুরো ম্যাচ দেখেন। এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে তাঁকে পিএসজি পাবে না, তা প্রায় নিশ্চিত।