মেসি ছাড়া বার্সেলোনার দারুণ শুরু
দুই দশকের বেশি সময় বার্সেলোনায় ছিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটিতে এখন আর নেই আর্জেন্টাইন তারকা। পাড়ি জমিয়েছেন পিএসজিতে। মেসি ছাড়াই মৌসুমটা দারুণ শুরু করেছে বার্সেলোনা।
গতকাল রোববার রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার জয়ে জোড়া গোল করেন মার্টিন ব্রাথওয়েট। আর একটি করে গোল করেন জেরার্ড পিকে ও সের্হি রবের্তো।
ম্যাচের ১৯ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সেলোনা। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিকে দারুণ হেডে দলকে লক্ষ্যভেদ করেনপিকে।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবদান দ্বিগুণ করে ব্রাথওয়েট। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস ফাঁকায় বল পেয়ে কোনাকুনি হেডে গোলটি করেন তিনি।
৫৯ মিনিটে ব্রাথওয়েট নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন। সহজ জয়ে যখন এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা, তখনই গোলের দেখা পায় প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ৮২ মিনিটে হুলেন লোবেতো একটি গোল শোধ করে ব্যবধান কিছুটা কমায়। কিছুকক্ষণ পর মিকেল ওইয়ারসাবাল দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান ৩-২ করলে উত্তেজনা শুরু হয়।
তবে ইনজুরি সময়ের রবের্তোর গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
দিনের আরেক ম্যাচে দারুণ শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাঞ্জেল কোররেয়ার জোড়া গোলে তারা ২-১ হারায় সেল্তা ভিগোকে।