মেয়েদের বরণ করতে বিমানবন্দরে যাচ্ছেন না সালাউদ্দিন
সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে হিমালয়ের দেশ থেকে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামীকাল বুধবার দুপুরে ঢাকায় পা রাখবেন চ্যাম্পিয়ন মেয়েরা। তাঁদের ফেরাকে কেন্দ্র করে উৎসবের আমেজ সবার মনে।
অনেকেই যাবেন বিমানন্দরে চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করতে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন যাচ্ছেন না বিমানবন্দরে। তিনি বাফুফে ভবনেই মেয়েদের বরণের জন্য অপেক্ষায় থাকবেন।
আগামীকাল কাঠমুন্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের এর একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনা খাতুন-স্বপ্না রানি-সানজিদা আক্তাররা।
বিমানবন্দরে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু সেখানে থাকবেন না সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন, এদিন তিনি গেলে সংবাদমাধ্যমের ফোকাস কমে যাবে চ্যাম্পিয়ন মেয়েদের। সভাপতি চান, বিমানবন্দরে সংবাদমাধ্যমের আলো যেন সবটাই চ্যাম্পিয়ন কন্যাদের ওপর পড়ে।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেন, ‘আমি কাঠমান্ডু গেলে ভালোও হতে পারতো আবার খারাপও হতে পারতো। আমি গেলে হয়তো মেয়েরা চাপে পড়ে যেত। যদি ওদের ওপর এক্সট্রা প্রেসার হয়ে যায়, সেজন্য আমি যাইনি। তবে ওদের সব খেলা দেখেছি।’
এরপর সভাপতি বলেন, ‘কাল (বুধবার) এয়ারপোর্টে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী উনারা যাবেন দলকে রিসিভ করতে। আরো অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়)। কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করব না, সেটা বলি। আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে আসছে প্রথমবার। কিন্তু আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা পুরো মিডিয়া কাভারেজটা যেন পায়।’