মৌসুমে প্রথম হারের স্বাদ পেল জুভেন্টাস
চলতি মৌসুমে ১২ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল জুভেন্টাস। নিজেদের ১৩তম ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে হারল আন্দ্রেয়া পিরলোর দল।
সিরি আয় গতকাল মঙ্গলবার রাতে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরেছে জুভেন্টাস। দীর্ঘ ১২ বছর পর তুরিনের ক্লাবটির বিপক্ষে জিতল ফিওরেন্তিনা।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। জুভেন্টাস ডিফেন্ডারদের কাটিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা গুছিয়ে নেওয়ার আগে আরেকবার হোঁচট খায় জুভেন্টাস। বিপজ্জনক ট্যাকল করে ১৮ মিনিটে লাল কার্ড দেখেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুয়ান কুয়াদরাদো।
প্রতিপক্ষের ডি-বক্সে গায়েতানো কাস্ত্রোভিলিকে ফাউল করলে শুরুতে কুয়াদরাদোকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে লাল কার্ড দেখান তিনি। ১০ জনের দলে পরিণত হয়ে ছন্দ হারিয়ে ফেলে দলটি।
এরপর ম্যাচের ৭৬ মিনিটে আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে আরো পিছিয়ে পড়ে দলটি। শেষের দিকে ৮১ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মার্টিন কাসেরেস। তিন গোল খেয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
চলতি লিগে ১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্টাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্তিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।