মৌসুম-সূচক টুর্নামেন্টে লিভারপুল চ্যাম্পিয়ন
মৌসুম-সূচক টুর্নামেন্ট, ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এমন ম্যাচে দারুণ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। কমিউনিটি শিল্ডের ম্যাচে লিভারপুল ৩-১ গোলে জিতেছে।
লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচে ছয় মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। সালাহর পাসে ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড করেন গোলটি।
৭০ মিনিটে সমতায় ফিরে ম্যান সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস করেন গোলটি।
৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সালাহ। ম্যাচের ইনজুরি সময়ে নুনেস সতীর্থ সালাহর ক্রসে রবার্টসনের হেড পাসে কাছ থেকে নিচু হয়ে হেডে বল জালে পাঠান। শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ শেষ হয়।
অবশ্য গত মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান সিটি। আর রানার্সআপ হয়েছিল লিভারপুল। এবার মৌসুমের প্রথম শিরোপা জিতল লিভারপুল।