ম্যাচের আগে নিতিশকে ফোন করে কী বলেছিলেন শাহরুখ?
আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স। প্রতি আসরে শিরোপার দৌড়ে সামনের দিকেই থাকে তারা। চলতি আসরে এখন পর্যন্ত টিকে আছে প্লে-অফের লড়াইয়ে। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকলেও পিছিয়ে নেই খুব একটা। ছন্দে আছে দল। সর্বশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে কেকেআর।
অধিনায়ক হিসেবে নিতিশ রানা নেতৃত্ব দিচ্ছেন বেশ ভালোভাবে। এবার তাকে ফোন করে সাধুবাদ জানালেন শাহরুখ খান। নিজ দলের অধিনায়ককে সাধুবাদ জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন বলিউড বাদশা। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
আজ বৃহস্পতিবার (১১ মে) প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে জানা যায়, কেকেআরের কর্ণধার শাহরুখ ফোন করেন অধিনায়ক নিতিশকে। পাঞ্জাবের বিপক্ষে কলকাতার সর্বশেষ ম্যাচের আগে নিতিশের কাছে আসে এই ফোন কল। যা উজ্জীবিত করে তাকে।
কী বলেছিলেন নিতিশকে, তা জানালেন নিতিশ নিজেই। কেকেআর অধিনায়ক বলেন, ‘আমি ম্যাচের আগে তার (শাহরুখ খান) ফোন পাই। তিনি আমাকে বললেন, নিজের উপর আস্থা রাখো। অধিনায়ক হিসেবে তুমি দারুণ করছো। তোমার অধিনায়কত্ব ভালো হচ্ছে। নিজের উপর বেশি অনাস্থা রাখবে না। সেটিই করো, যা তোমার ঠিক মনে হয়। আমি তোমার সঙ্গে আছি।’
এতে আত্মবিশ্বাসের রসদ পান নিতিশ রানা। অধিনায়ক উজ্জীবিত থাকা মানে গোটা দলের সাহস ও শক্তি বেড়ে যাওয়া। প্লে-অফ ঘনিয়ে আসছে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন সময়ে শাহরুখের কল, নিতিশের প্রেরণা— দুটোই এখন কেকেআরের জন্য জ্বালানি হিসেবে কাজে দেবে।