ম্যাচ কম খেলার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে
গত বছর টেস্ট ম্যাচ খুব একটা খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশের অবস্থান।
আজ বুধবার হালনাগাদ টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যাতে বাংলাদেশ আছে ১০ নম্বরে। আর আফগানিস্তান রয়েছে নবম স্থানে।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘গত বছর অনেকগুলো টেস্ট ম্যাচ খেলতে পারিনি আমরা। আমাদের জন্য ম্যাচ খেলা বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু অনেক ম্যাচ খেলতে পারিনি, আমাদের র্যাঙ্কিং তো নিচে নামবেই। আমি বিশ্বাস করি, টেস্টে যত বেশি আমরা খেলতে পারব, তত উন্নতি করব।’
এদিকে আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠল কেইন উইলিয়ামসনের দল।
টানা তিন সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। এর সুবাদে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠে কিউইরা।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে ভারতকে হারাতে পারলে আবার শীর্ষে ফিরবে অসিরা। ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ভারত। ৫৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আফগানিস্তান। আর ৫৫ রেটিং নিয়ে ১০ নম্বরে বাংলাদেশ।