ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল
শেষ দিকে লড়াই জমিয়েও ম্যাচে ফিরতে পারল না ম্যানচেস্টার সিটি। উলটো দাপুটে ফুটবল উপহার দিয়ে ম্যানসিটিকে হারাল লিভারপুল। প্রিমিয়ার লিগের এক নম্বর দলকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।
গতকাল শনিবার লন্ডনের ওয়েম্বলি অনুষ্ঠিত এফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে, আর একটি গোল করেন ইব্রাহিমা কোনাতে। প্রতিপক্ষের হয়ে দুই গোলের একটি করেন জ্যাক গ্রিলিশ আরেকটি করেন বের্নার্দো সিলভা।
এদিন ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় লিভারপুল। নবম মিনিটেই দলকে এগিয়ে নেন ইব্রাহিমা। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে বক্সের মুখে লাফিয়ে হেডে দিয়ে গোলটি করেন ইব্রাহিমা।
এরপর ১৭ মিনিটে স্কোরলাইন ২-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ লিভারপুলের হাতে এনে দেন সাদিও মানে। ৪৫ মিনিটেই আরেকটি গোল করে দলকে আরও এগিয়ে নেন সাদিও মানে। কিন্তু, বিরতির পর গোল করে ম্যাচ জমিয়ে তোলে ম্যানসিটি। শেষ বাঁশি বাজার আগে স্কোরলাইন ৩-২ করেও কোনো লাভ হয়নি তাদের। লিভারপুলকে থামাতে পারেনি তারা। স্বস্তির জয় নিয়েই ওয়েম্বলির মাঠ ছাড়ে লিভারপুল।
২০১২ সালের পর এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠল লিভারপুল। তাদের প্রতিপক্ষ ঠিক হবে আজ রোববার। আজ দ্বিতীয় সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। এ ম্যাচের জয়ী দলই লিভারপুলের বিপক্ষে ফাইনালে লড়বে। ফাইনাল ম্যাচটি হবে ১৪ মে।