ম্যারাডোনার ১০ নম্বর জার্সি তুলে রাখার আহ্বান
বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মহানায়ক দিয়েগো ম্যারাডোনা গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে প্রয়াত হন। কিংবদন্তি ফুটবলার চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তাঁর শৈল্পিক ফুটবলের নানা স্মৃতি।
আর্জেন্টাইন তারকার সম্মানে তাঁর ১০ নম্বর জার্সিকে স্থায়ীভাবে তুলে রাখার আহ্বান জানিয়েছেন লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।
ম্যারাডোনার জার্সিকে ‘এল দিয়েস’ নামে ডাকেন ভক্তরা। তাই জার্সিটির প্রতি সম্মান জানিয়ে তুলে রাখার আহ্বান জানিয়েছেন বোয়াস। গোল ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যারাডোনার মৃত্যুর খবর মেনে নেওয়া অনেক কঠিন। আমি ফিফাকে অনুরোধ করব ১০ নম্বর জার্সি সব প্রতিযোগিতা থেকে তুলে রাখতে। এটাই হতে পারে তাঁর প্রতি সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়। তাঁর মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে তাদের দলের ১০ জার্সি তুলে রাখার অনুমতি চেয়েছিল। কিন্তু ওই প্রস্তাবে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এই কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এরপর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই মারা যান তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন ম্যারাডোনা। এরপর আর বেঁচে ফিরতে পারেননি তিনি।