যেখানে এক নম্বরে মেসি, জানালেন আর্জেন্টাইন কোচ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটছে না। লিওনেল মেসির হাতে শ্রেষ্ঠত্ব উঠেছে, থেমেছে সেরার তর্ক। বিশ্বকাপ শেষে ফুটবল ফিরেছে ক্লাবের আঙ্গিনায়। তবুও ভক্তদের উদযাপন থামছে না। নিয়মিতই বিশ্বজয়ের বিভিন্ন ক্লিপ, ছবি শেয়ার দিচ্ছে। উল্লাসে মাতোয়ারা থাকতেই যেন পছন্দ করে তারা।
কেবল ভক্তরাই নয়, কম যান না তারকারাও। সেই দলে যোগ দিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। আজ বুধবার ১৮ জানুয়ারি বিশ্বকাপ জয়ের এক মাস পূর্ণ হয়েছে আকাশী-নীলদের। এই উপলক্ষে স্প্যানিশ রেডিও কাদেনা কোপাতে সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে উঠে এসেছে মেসির কথা।
প্রায় দুই দশক ধরে যে রাজত্ব কায়েম করেছেন মেসি, তা পূর্ণতা পেয়েছে অবশেষে। তার মতো একজনকে কোচিং করানোটা চাট্টিখানি কথা নয়। কীভাবে সামলান মেসিকে, তা নিয়ে স্কলোনি বলেন, ‘জানি না কেনো সবাই বলছে মেসিকে কোচিং করানোটা কঠিন। আমার কাছে তা মনে হয় না। তাকে অনুশীলন করানো কঠিন নয় মোটেও। তবে হ্যাঁ, তার কাছে আমার চাওয়া পাওয়া আছে। সেসব ব্যাখ্যা করতে হয়।’
মেসির খেলার ধরণে মুগ্ধ পুরো দুনিয়া। ব্যতিক্রম নন স্কালোনিও। ক্ষুদে জাদুকরের খেলার প্রশংসা করে বিশ্বজয়ী কোচ বলেন, ‘সে মাঠে প্রভাব রাখতে পারে। খেলতে পারে আধিপত্য বিস্তার করে। আধিপত্য বিস্তারে তার জুড়ি নেই। এখানে সেই এক নম্বর।’
স্কালোনি-মেসির জুটি আর্জেন্টিনাকে সাফল্যের সাগরে ভাসাচ্ছে। শীতল মস্তিষ্কের কোচ আর তারচেয়ে বেশি শীতল মেসির রসায়ন আর্জেন্টাইন ফুটবলকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।