যেন অস্ট্রেলিয়াকে বস্তায় ভরে পেটাল ভারত : শোয়েব
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ম্যানেই ক্রিকেট বোদ্ধাদের নানা রকম বিশ্লেষণ। অ্যাডিলেড ও মেলবোর্ন—দুই টেস্টে দুরকম স্বাদ দিল ভারত-অস্ট্রেলিয়া। তাই আলোচনারও সুরও পাল্টেছে। অ্যাডিলেড টেস্টে ভারতকে সমালোচনায় ভাসানোরাই এখন প্রশংসাবাক্য উচ্চারণ করছেন।
এই যেমন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। অ্যাডিলেড টেস্টে ভারত যখন ইতিহাসের লজ্জাজনক রেকর্ড গড়ে হেরেছে, তখন সমালোচনা করেছিলেন শোয়েব। আবার বক্সিং ডে টেস্টে ভারতের উল্টো রূপ দেখেও প্রশংসা করছেন তিনি। এবার প্রশংসা করে তিনি বলেন, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে যেন বস্তায় ভরে পেটাল ভারত।
নিজের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে শোয়েব বলেন, ‘অস্ট্রেলিয়াকে ভারত যেভাবে হারিয়েছে, দেখে মনে হবে যেন বস্তাবন্দি করে মারা হয়েছে।’
এরপর ভারতের প্রশংসা করে শোয়েব বলেন, ‘ক্রিকেটীয় ব্যক্তিত্ব দুঃসময়ে তৈরি হয় না, প্রদর্শিত হয়। ভারত তাদের প্রতিভার প্রদর্শনী করেছে, যখন তারা গভীর দুঃসময়ে ছিল। এটাই ভারতীয় দলের চরিত্র।’
অধিনায়ক কোহলিকে ছাড়া ভারতকে জেতানো আজিঙ্কা রাহানেকে নিয়ে শোয়েব বলেন, ‘ম্যাচের সেরা অংশ ছিল—ভারত হৃদয় নিংড়ে এবং সাহস দেখিয়ে খেলেছে। তাদের তিন তারকা ক্রিকেটার ছিলেন না। তাতে কিছুই হয়নি। আজিঙ্কা রাহানে নিরবে তাঁদের সাফল্যের দিকে নিয়ে গেছেন। কিন্তু এখন তাঁর সাফল্য নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কথায় আছে, কঠোর পরিশ্রমটা নিরবে করে যাও এবং সাফল্যকে শব্দ করতে দাও।’
এর আগে অ্যাডিলেডে ভারতের হারের পর শোয়েব জানান , ভারতের ইনিংস যখন শেষ হচ্ছিল, তখন নাকি ঘুম ভাঙে তাঁর। ঘুম ঘুম চোখে তিনি নাকি ভেবেছিলেন ভারতের স্কোর ৩৬৯ রান। পরে সত্যিকারের ৩৬/৯ রান দেখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
এমন ব্যঙ্গাত্মকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেছেন, ‘ঘুম থেকে উঠলাম এবং দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। কিন্তু বিশ্বাস করতে পারলাম না। এরপর পানি দিয়ে চোখ ধুয়ে নিলাম এবং দেখলাম স্কোর ৩৬/৯। আমি সেটাও বিশ্বাস করতে পারলাম না এবং তাই আবারও ঘুমিয়ে পড়লাম।’