যেন উড়ছেন ‘সুপারম্যান’ সাকিব
চলমান বিপিএলে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়াচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বিপিএলে সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ মুনিম শাহরিয়ার। তাঁর কাছে সাকিব যেন একজন ‘সুপারম্যান’।
সাকিবের হাত ধরে উড়ছে ফরচুন বরিশালও। নয় ম্যাচে ছয় জয়ে প্রথম ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে দলটি। প্রথম চার ম্যাচের মধ্যে একটিতে জয় পাওয়া বরিশাল পরের পাঁচ ম্যাচেই জিতে শীর্ষে রয়েছে। সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে বরিশাল। মজার বিষয় শেষ চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাকিব।
সাকিবকে প্রশংসায় ভাসিয়ে সতীর্থ মুনিম শাহরিয়ার বলেন, ‘তিনি (সাকিব) এক কথায় ‘সুপারম্যান’। টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যোগ্য হিসেবেই। তিনি নিজে খেলছেন, দলকে সাফল্য এনে দিচ্ছেন—এটা অভাবনীয়। উনার কাছ থেকে শেখার চেষ্টা করছি।’
চট্টগ্রামে গত ৩১ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ৪১ রানের চমৎকার একটি ইনিংসের সঙ্গে বল হাতে ১০ রানে দুই উইকেট নেন সাকিব। ১ ফেব্রুয়ারি পরের ম্যাচে আরো উজ্জ্বলতা ছড়ান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান এবং বল হাতে ২৩ রানে তিন উইকেট নেন।
সিলেটে গত সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান এবং বল হাতে ২০ রানে দুই উইকেট নেন। আর গতকাল মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৯ বলে ৩৮ রানের ঝলমলে ইনিংস এবং ২৩ রান খরচায় দুই উইকেট নেন।