যেভাবে কিনবেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট
করোনার প্রাদুর্ভাবে গেল বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে দেশের মাঠে দর্শক দেখা যায়নি। বিপিএলের প্লে-অফ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফেরে দর্শক। খুলে দেওয়া হয় গ্যালারি। এবার আফগানিস্তান সিরিজেও মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। সীমিতসংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
আগামীকাল মঙ্গলবার থেকে আফগানিস্তান ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের টিকেট বিক্রি শুরু হবে। দুদলের লড়াই মাঠে গড়াবে তার পরদিনই। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
এর জন্য আগামীকাল সাগরিকার বিটাক মোড়ে সকাল ৯টা থেকে কেবল একটি বুথে টিকেট কেনা যাবে। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বিক্রি, তবে টিকেট থেকে গেলে ম্যাচের দিন সকালেও পাওয়া যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেটের প্রাপ্তি স্থান ও মূল্য জানায় বিসিবি। এ সিরিজের সর্বনিম্ন টিকেটের মূল্য ১৫০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউসের টিকেট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০০ টাকা। আর, সর্বোচ্চ এক হাজার টাকায় মিলবে রুফ টপের টিকেট।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ওয়ানডে সিরিজের পর ঢাকায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।