যে কারণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুমিনুলের
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বিসিবি সভাপতিকে বলেছেন, তাঁর পক্ষে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া ঠিক হবে না এবং অন্য কাউকে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে।
আজ মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠকের পর মুমিনুল সাংবাদিকদের বলেন, ‘আমি অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না, দলকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়েছি। তাই আমি মনে করি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। আমি তাদের বলেছি, এখন সিদ্ধান্ত নেওয়া তাদেরই দায়িত্ব।’
‘আমি মনে করি এই মুহূর্তে অধিনায়কত্ব করা আমার পক্ষে ঠিক নয়, কারণ আমি যা অনুভব করি তা হলো, আমি যদি আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারি, এটি আমার এবং দলের জন্যও ভালো হবে।’
অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেন, ‘এটা কোনো ভয় বা অন্য কোনো কারণে নয়। আপনি যখন ভালো খেলবেন, দল পারফর্ম না করলেও, আপনি অনুপ্রাণিত করতে পারেন। আমি ভালো করছি না, দল এই সময়ে পারফর্ম করছে না, এই সময়ে অধিনায়কত্ব করা খুব কঠিন।’
নতুন অধিনায়কের ব্যাপারে মুমিনুল বলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) একেবারে কিছুই বলেননি। আমি বলেছিলাম, যে আমি বিরতি চাই, কারণ আমি আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চাই। আমি মনে করি এটি আমার জন্য ভালো হবে। সামনে বোর্ড সভা আছে। সেখানে সিদ্ধান্ত নেবে তারা কি করতে চায়।’