রাইলি রুশোর সেঞ্চুরি, চাপে বাংলাদেশ
দুই রানের মাথায় টেম্বা বাভুমার ২(৬) উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। শুরুতেই উইকেট নিয়ে ভালো কিছুর বার্তা দিয়েছিল সাকিব বাহিনী। কিন্তু রুশো-ডি ককের জুটিতে সে বার্তা শঙ্কায় পরিনত হয়েছে।
অনবদ্য এক ইনিংস খেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছে রাইলি রুশো। ৫৩ বলে ১০৬ রান করে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তের ব্যাটার কুইন্টন ডি কক ৩ ছক্কা আর সাতটি চার দিয়ে ৩৮ বলে ৬৩ রান করে আউট হলেও দলীয় রান তখন ১৭০।
আফিফ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। এরপরে উইকেটে নামেন ট্রিস্টান স্টাবস। সাকিব স্টাবসকে ফেরান ১৬.১ ওভারে।
আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তাসকিন ৩ ওভার বল করে দিয়েছেন ৪৬ রান। মেহেদি ৩ ওভারে ৩২। সাকিব ২ ওভারে ৩০ রান দিয়েছেন। আজ বোলাররা বলার মতো তেমন সাফল্য পাননি প্রোটিয়াদের বিপক্ষে।
এক রাইলি রুশোকে আউট করতে নেওয়া হলো দুটি রিভিউ। ফলাফল অপরাজিত রুশো, আর বাংলাদেশের নষ্ট হলো দুই রিভিউ।
মাত্র ২ রানে প্রথম উইকেট হারানোর পরে বড় সংগ্রহের পথে রয়েছে প্রোটিয়ারা। ধীরে ধীরে সংগ্রহ বড় হচ্ছে প্রোটিয়াদের।
৬.৫ ওভারে মোসাদ্দেককে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন রুশো। ওভারের শুরু থেকেই বল নিচু হচ্ছিল। তবে বল রুশোর ব্যাট অতিক্রম করার সময় আল্ট্রা এজে কোনো স্পাইক ছিল না। স্বাভাবিকভাবেই কাজে আসেনি রিভিউ।
এর আগে ২.১ ওভারে তাসকিন আহমেদের বলে রুশোকে ফেরাতে রিভিউ নেয় বাংলাদেশ। সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়েছিলেন রুশো। কিন্তু রি প্লেতে দেখা যায়, বলে ব্যাট স্পর্শ করেনি। এভাবে দুটি রিভিউই হারায় লাল-সবুজের দল।
১৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৮/৪।