রিয়ালের জয়ের দিনে নিষ্প্রভ মেসি
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় দিনে মাঠে নামে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি, লিভারপুল ও ম্যান সিটি।
জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দলটি ১-০ গোলে হারায় ইন্টার মিলানকে। বদলি খেলোয়াড় হিসেবে নামা রডরিগো ৮৯ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
দিনের আরেক ম্যাচে মেসির পিএসজি হোঁচট খেয়েছে। মেসি-নেইমার-এমবাপ্পের জুটি হয়েছে চূড়ান্ত ফ্লপ। ক্লাব বদলে চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমে মেসি ছিলেন নিষ্প্রভ। তাই পিএসজি ১-১ গোলে ড্র করে ব্রুজের বিপক্ষে।
লিভারপুল ও এসি মিলানের রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। লিভারপুল ৩-২ হারাল মিলানকে। লিভারপুলের হয়ে গোল করেন মোহাম্মদ সালাহ ও জর্ডন হেন্ডারসন। ফিকায়ো তোমারি আত্মঘাতী গোল করেন। মিলানের হয়ে গোল পান আন্তে রেবিচ ও ব্রাহিম দিয়াজ।
ম্যানেচস্টার সিটি ও লেইপজিগের ম্যাচে হয়েছে গোলের বন্যা। ৯ গোলের থ্রিলারে সিটি জিতল ৬-৩ ব্যবধানে। সিটির হয়ে গোল পেলেন নাথান আকে, নর্ডি মুকিয়েলে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রিলিশ, জোয়াও ক্যান্সেলো ও গ্যাব্রিয়েল জেসুস।
অ্যাথলেটিকো মাদ্রিদ ও পোর্তোর ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।