রোমাঞ্চকর ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে বার্সেলোনা। কিন্তু রোমাঞ্চ ছড়িয়েও শেষ পর্যন্ত ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হোঁচট খেল রোনাল্ড কোম্যানের দল।
লা লিগায় গতকাল শনিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা। প্রতিপক্ষের হয়ে জালের দেখা পান মুক্তার দিয়াখাবি ও মাক্সি গোমেজ। আর স্বাগতিকদের হয়ে হেডে একটি গোল করেন লিওনেল মেসি আরেকটি করেন রোনাল্ড আরহো।
লা লিগায় টানা দুই জয়ে ভালোই ছন্দে ছিল বার্সা। টানা জয়ের পর ঘরের মাঠে হোঁচট খেল কাতালান ক্লাবটি।
ন্যু ক্যাম্পে গতকাল ম্যাচে ২৯ মিনিটেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। স্প্যানিশ মিডফিল্ডার সোলেরের কর্নারের বল হেডে ঠিকানা খুঁজে নেন দিয়াখাবি। ৪৩ মিনিটে আবারো এগিয়ে যেতে পারত অতিথিরা। কিন্তু গোমেজের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক।
এর একটু পর রেফারির বিতর্কিত সিদ্ধান্তে আরেকটু উত্তেজনা ছড়ায় ম্যাচটিতে। প্রথমার্ধের শেষ দিকে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ঢোকা গ্রিজম্যানকে ফাউল করলে জোসে গায়াকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় বার্সেলোনা। এরপর ভিএআর দেখে লাল কার্ড উঠিয়ে হলুদ কার্ড দেখান রেফারি। ভিডিওতে দেখা যায় গ্রিজম্যানকে ইচ্ছে করে ফাউল করেননি গায়া। শুধু শুধুই বিতর্ক তৈরি করেন রেফারি।
তবে পেনাল্টিতে সরাসরি স্পট কিক মিস করেছেন মেসি। তবে এর একটু পরই বাঁ দিকে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন বার্সা অধিনায়ক। এই গোলের মাধ্যমে নতুন রেকর্ডে নাম জড়ালেন মেসি। বার্সার হয়ে এটি তাঁর ৬৪৩তম গোল। এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়ে কিংবদন্তি পেলেকে স্পর্শ করলেন মেসি।
বিরতির পর ৫২ মিনিটে আরহোর গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু এগিয়ে যাওয়ার সুফল ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। পাল্টা আক্রমণে আরেকটি গোল করে দলকে সমতায় ফেরান গোমেজ।
লিগে ১৩ ম্যাচের ছয়টিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে ভ্যালেন্সিয়া।
দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে এলচেকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ২৯। আর, ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ।