লঙ্কানদের বিপক্ষে প্রথম যে কীর্তি গড়ল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। সাকিব-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে প্রথমবার লঙ্কানদের সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ১০৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে দ্বিপক্ষীয় সিরিজে কখনোই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ সেই আক্ষেপ শেষ হলো।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপক্ষীয় সিরিজ। নয়টি সিরিজে কেবল ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ। বাকি সবগুলোতে জিতেছে লঙ্কানরা। দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে ২৮ বার লঙ্কানদের মুখোমুখি হয়ে টানা একাধিকবার শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ।
এবার সেই আক্ষেপ পূরণ করার সুযোগ এলো বাংলাদেশের সামনে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে লাল-সবুজের দল। তারুণ্য নির্ভর লঙ্কানদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৪৬ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ বলে ১২৫ রান করেন মুশফিক। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং নামলে বৃষ্টি বাগড়া দেয়। বারবার বৃষ্টির বাধায় মোট ১০৯ মিনিট খেলা বন্ধ থাকে। শেষ দিকে বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। এই লক্ষ্য তাড়ায় ১৪১ রানেই থেমে যায় সফরকারীরা।