লঙ্কান প্রিমিয়ার লিগ জুলাইতে শুরু হচ্ছে
লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ৩১ জুলাই। আজ শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট তা নিশ্চিত করেছে। কলম্বো এবং হাম্বানটোটায় অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ দলের টুর্নামেন্টটি ২১ আগস্ট শেষ হবে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার কারণে এই বছরের সংস্করণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এই সপ্তাহে অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার সঙ্গে এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনা তৈরি করে।
অবশ্য সময়সূচী প্রকাশ করা হয়নি। এসএলসি জানিয়েছে, হাম্বানটোটায় যাওয়ার আগে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলো কলম্বোয় অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা বলেন, ‘আমরা লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। একটি টুর্নামেন্ট হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগের প্রতিযোগিতায় স্থান অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।’
এসএলসি আরও নিশ্চিত করেছে, প্লেয়ার্স ড্রাফটের জন্য আন্তর্জাতিক খেলোয়াড়দের নিবন্ধন দ্রুতই শুরু হবে। এবারের আসরে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।