লেভান্তের বিপক্ষে বার্সেলোনার হোঁচট
শুরুটা দারুণ ছিল বার্সেলোনার। প্রথমে দুই গোলে এগিয়েও গিয়ে ছিল তারা। অথচ শেষটা অনুজ্জ্বল। তাই লেভান্তের বিপক্ষে তাদেরই মাঠে হোঁচট খেল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে তারা।
এই ড্রয়ে শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। অবশ্য পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৩৬ ম্যাচে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট।
তবে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে লিওলেন মেসি বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন। এ মৌসুমে এটি তাঁর ৩৭তম গোল। অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। পেদ্রি করেন গোলটি।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তারা। ৫৭ ও ৫৯ দুই গোল খেয়ে বসে তারা। লেভান্তের পক্ষে এই দুটি গোল করেন গঞ্জালো মেলেরো ও লুইস মোরালেস।
৬১ দেম্বেলে বার্সাকে এগিয়ে দেন। কিন্তু এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ৮৩ মিনিটে লিওন লেভান্তের পক্ষে তৃতীয় গোল করে ম্যাচের সমতা ফেরান। শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয় খেলা।
এদিনের ড্রয়ে বার্সেলোনার শিরোপা জয়ের আশা অনেকটাই শেষ হয়ে গেছে। যে টুকু বাকি আছে তা অনেক যদি কিন্তুর ওপর।