শচীনের আইপিএল একাদশে নেই রোহিত-কোহলিরা
গুজরাট টাইটানসের শিরোপা জয়ের মাধ্যমে দুই মাস দীর্ঘ আইপিএলের পর্দা নেমেছে। টুর্নামেন্টের ফাইনালে গত রোববার রাতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাগত গুজরাট।
তবে আইপিএল শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। এখনো চলছে নানা আলোচনা। কেউ আবার সাজাচ্ছেন নিজের পছন্দের একাদশ। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে, নিজের পছন্দের একাদশ সাজিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। এবারের আইপিএলে ফর্মহীনতার কারণে শচীনের একাদশে জায়গা পাননি রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।
পারফরম্যান্স এবং প্রতিভার বিচারে এই দল গড়েছেন শচীন। যার কারণেই তাঁর একাদশ থেকে বাদ পড়েছেন কোহলি, ধোনি, রোহিতরা।
নিজের পছন্দের একাদশের ওপেনিংয়ে শচীন নিয়েছেন শিখর ধাওয়ানকে। তাঁর মতে,শিখর এমন একজন ক্রিকেটার যিনি স্কোরবোর্ড সচল রাখতে পারেন। তাঁর অভিজ্ঞতাও কাজে লাগতে পারে। আরেক ওপেনার হিসেবে তিনি নিয়েছেন জস বাটলারকে। শচীনের মতে, বাটলারের থেকে ভয়ঙ্কর ক্রিকেটার এ বারের আইপিএলে আর ছিল না।
শচীন তিনে রেখেছেন কেএল রাহুলকে। ক্রিজে তাঁর স্থিরতা এবং ধারাবাহিকতা মন জয় করেছে শচীনের। চারে রেখেছেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের কিছু ইনিংস নজরে এসেছে শচীনের। এ ছাড়া নিজের পছন্দের একাদশের অধিনায়ক হিসেবেও পান্ডিয়াকেই রেখেছেন তিনি।
পাঁচে ডেভিড মিলারকে রেখেছেন শচীন। মিলার এ বার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ছয়ে তিনি নিয়েছেন পঞ্জাবের লিয়াম লিভিংস্টোনকে। সাত নম্বরে রেখেছেন দীনেশ কার্তিককে, যিনি থাকছেন উইকেটকিপার হিসেবে।
আটে গুজরাটের রশিদ খানকে রেখেছেন শচীন। মাঝের দিকের ওভারে উইকেট নেওয়ার দক্ষতার জন্যেই বেছে নিয়েছেন রশিদকে। এরপর পেস বিভাগে রেখেছেন মোহাম্মদ শামিকে। তাঁর সঙ্গে আরেক বোলার হিসেবে রেখেছেন বুমরাহকে। আর শেষ বোলার হিসেবে চাহালকে বেছে নিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
সবমিলিয়ে শচীনের আইপিএল একাদশ হলো : শিখর ধাওয়ান, জস বাটলার, লোকেশ রাহুলত, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, রশিদ খান, মোহাম্মদ শামি, বুমরাহ ও চাহাল।