শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ১৫০
ধীর গতিতে শুরু করে শান্তর রানে চড়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫০ রান। দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে শান্তর ৭১ রানে ভর করে জিম্বাবুয়েকে মোটামুটি টার্গেট দিল বাংলাদেশ।
ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান।
রানের খাতা খোলার আগেই আউট হন ওপেনার সৌম্য সরকার। দলীয় ১০ রানে ব্লেসিং মুজারাবানির করা চতুর্থ বলে দারুণ এক ক্যাচ ধরেন রেজিস চাকাভা। পরে ৩২ রানে মুজারাবানির বলেই আউট হন লিটন দাস ১৪(১২)। ৫.৩ ওভারে শর্ট থার্ড ম্যানে টেন্ডাই চাতারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
লিটনের পরে চাপের মুখে শান্তর সাথে অধিনায়ক সাকিব আল হাসান মিলে ৫৪ রানের জুটি গড়েন। ১২.৫ ওভারে উইলিয়ামসের বলে মুজারাবানির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব ২৩(২০)।
এরপরে বাংলাদেশের রানের খাতা এগিয়ে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খেলেন ৭১ রানের ইনিংস। সাতটি ৪ ও একটি ছক্কা মেরে ৫৫ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে রানে ফেরার বার্তা দেন তিনি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বলে ৯ রান করেছিলেন শান্ত।
দলীয় ১২২ রানে সিকান্দার রাজার বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এরপরে বলার মতো একমাত্র আফিফ হোসেন করেন ১৯ বলে ২৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫০ রানে।
জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন মুজারাবানি এবং এনগারাভা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিবদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৫০/৭ (সৌম্য ০, নাজমুল হোসেন শান্ত ৭১, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯, ইয়াসির ১*, নুরুল ১, সৈকত ৭; মুজারাবানি ১৩/২, এনগারাভা ২৪/২, চাতারা ১৮/০, সিকান্দার রাজা ৩৫/১শিন উইলিয়ামস ১০/১)
জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ১৫১ রান।