শিরোপার লড়াইয়ে বাংলাদেশ ও ভারত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় লড়াইয়ে নামবে দুই দল। আসরে শিরোপা জিততে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘টুর্নামেন্টে শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সাফল্য পাওয়া। প্রথমিক লক্ষ্য পুরণ হওয়ায় আমি বাংলাদেশ দলের মেয়েদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি এই ধারাবাহিকতা ফাইনালে ধরে রাখবে তারা। আমরা শিরোপা জিততে পারব বলে আশাবাদী।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘প্রতিটি ম্যাচেই খেলোয়াড়রা গোল পাচ্ছে। এটি দলের জন্য ভালো দিক। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়েছে।’
রাউন্ড রবিন লিগে প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরে ভুটানকে ৬-০, ভারতকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
আর ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ ও ভুটানকে ৩-০ গোলে হারায়। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে আর পেরে উঠেনি ভারত।