শীর্ষে ভারত, পয়েন্ট খোয়াল বাংলাদেশ
গত এক বছরে চার টেস্ট খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে একটিতে। আর আগের দুই মৌসুমে ১৩ টেস্ট খেলে নয়টিতে হেরেছিল মুমিনুলরা। এর প্রভাব পড়েছে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে। আজ বৃহস্পতিবার প্রকাশ করা র্যাঙ্কিংয়ে পাঁচ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।
গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ, এর আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। তাতেই পয়েন্ট খুইয়েছে টাইগাররা। অবশ্য ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ।
গত বছর মে থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারা। হালনাগাদ র্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১২০।
তিন রেটিং পয়েন্ট বেড়ে ইংল্যান্ড ওঠে এসেছে তিন নম্বরে (১০৯)। আর ৫ পয়েন্ট খুইয়ে চারে নেমে গেছে অস্ট্রেলিয়া (১০৮)।
তিন রেটিং পয়েন্ট বাড়লেও পাঁচেই রয়েছে পাকিস্তান (৯৪)। আর তিন রেটিং পয়েন্ট বাড়ায় আট থেকে ছয়ে ওঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ (৮৪)। নয় পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা (৮০)। আর আটে রয়েছে শ্রীলঙ্কা (৭৮)।
১০ নম্বরে আছে জিম্বাবুয়ে। তাদের পয়েন্ট ৩৫। অবশ্য তাদের ৮ পয়েন্ট বেড়েছে।