শুধু বিশ্বকাপ দিয়ে মেসিকে বিচার করা ঠিক নয় : মাশরাফী
ফুটবল বলুন কিংবা ক্রিকেট—খেলাটা কেবল বিনোদনেরই অংশ। শুধু এই দুটি খেলা নয়, যে কোনো খেলার মূল উদ্দেশ্য দর্শকদের আনন্দ কিংবা চিত্ত-বিনোদন দেওয়া। তবে অনেকে নিছক এই আনন্দের জিনিসটাকেই অনেক মূল্য দিয়ে ফেলেন। তাতেই ঘটে বিপত্তি। বাংলাদেশের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা যেন সেই কথাটিই মনে করিয়ে দিলেন।
গত ২২ নভেম্বর ফেভারিট আর্জেন্টিনা ১-২ গোলে হেরেছে সৌদি আরবের কাছে। এতে বাংলাদেশের অনেক ভক্তের মন ভেঙেছে, অনেকে ঘটিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে খেলার মাঠের ঘটনা নিয়ে ব্যক্তির জীবনকে প্রভাবিত করার বিপক্ষে মন্তব্য করেছেন মাশরাফী।
আজ বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন মাশরাফী। নিজের প্রিয় দল আর্জেন্টিনার হার নিয়ে কথা বলেন তিনি।
মাশরাফী বলেন, ‘মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও কিছু হবে না। সমর্থন করি, এটিই মূল বিষয়।’
মেসিকে নিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘মেসি অনেক বড় খেলোয়াড়। বিশ্বকাপ দিয়েই বিচার করতে হবে এমন না, বা রোনালদো (ক্রিস্তিয়ানো রোনালদো) বলেন, এরা সবাই অনেক বড় খেলোয়াড়। সারা বিশ্ব হয়তো বলে ওদের কাছে বিশ্বকাপ থাকবে... তবে সত্যি বললে মেসি-রোনালদোরা অনেক বড় খেলোয়াড়।’
খেলার মাঠের ফল নিয়ে বাস্তব জীবনে ভাবতে রাজি নন মাশরাফী। এ বিষয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার পরাজয়ে মন খারাপ বলতে, মানুষ যে দল সমর্থন করে সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। সত্যি বলতে আর্জেন্টিনাকে নিয়ে কখনও কোনো আশা ছিল না। ওইভাবে ভাবার কোনো সুযোগও নেই। যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি তাতে বিশ্বকাপ নেওয়ার মতো আশা কখনও দেখি না। এরপরেও চ্যাম্পিয়ন হলে সেটা অন্য ব্যাপার।’
মারশাফীর এই কথা সকল ক্রীড়া ভক্ত মানুষের জন্য একটি বার্তা হিসেবে নেওয়া যায়। বাস্তব জীবনকে আলাদা রেখে শুধু খেলাকে উপভোগ বা বিনোদনের মাধ্যম হিসেবে নিতে এমন কথা অনুপ্রেরণাও দিতে পারে।