শেবাগ ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশের সাবেকরা
বয়সের সংখ্যাটা বেড়েছে ঠিকই। কিন্তু, ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাবের বীরেন্দ্র শেবাগ একটুও বদলাননি। দীর্ঘদিন পর খেলতে নেমে ঝড় তুললেন বাইশ গজে। মাত্র ৩৫ বলে খেললেন ৮০ রানের ইনিংস। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল ‘বাংলাদেশ লেজেন্ডস’।
গতকাল শুক্রবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত লেজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস।
আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। যদিও বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। টস জিতে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৫০ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এর পরেই ছন্দ হারাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ভারতকে ১১০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বাধিক ৪৯ রান করেন নাজিমউদ্দিন। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।
জবাব দিতে নেমে শেবাগ ও শচীন টেন্ডুলকারের ওপেনিং জুটিতে ১০.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। ১০ চার ও ৫ ছক্কায় শেবাগ অপরাজিত ৩৫ বলে ৮০ রান করে। আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকার অপরাজিত থেকে যান ২৬ বলে ৩৩ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লেজেন্ডস : ১৯.৪ ওভারে ১০৯ (নাজিমউদ্দিন ৪৯, জাভেদ ওমর ১২, নাফিস ইকবাল ৭, মোহাম্মদ রফিক ১, রাজিন সালেহ ১২, হান্নান সরকার ৩, আব্দুর রাজ্জাক ২, মোহাম্মদ শরিফ ৫, খালেদ মাসুদ ৬*, খালেদ মাহমুদ ৭, আলমগীর কবির ০; ইরফান পাঠান ২-০-১৩-০, বিনয় কুমার ৩.৪-০-২৫-২, মুনাফ প্যাটেল ২-০-২১-০, মানপ্রিত গনি ৪-০-১৯-১, প্রজ্ঞান ওঝা ৪-০-১২-২, যুবরাজ সিং ৩-০-১৫-২, ইউসুফ পাঠান ১-০-৩-১)।
ভারত লেজেন্ডস : ১০.১ ওভারে ১১৪/০ ( বিরেন্দর শেবাগ ৮০*, শচিন টেন্ডুলকার ৩৩*; মোহাম্মদ রফিক ৩-০-২৬-০, মোহাম্মদ শরিফ ৩-০-৩০-০, আলমগীর কবির ২-০-২৫-০, খালেদ মাহমুদ ২.১-০-৩২-০)।
ফল : ভারত লেজেন্ডস ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শেবাগ।