শেরেবাংলায় জয়েই চোখ বাংলাদেশের
ড্র দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের লড়াই। এবার মিরপুরের শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম টেস্টে ড্র করলেও এ টেস্টে শেরেবাংলার উইকেটে ফল আসার সম্ভাবনা বেশি। সে আশায় জয়েই চোখ রাখছে বাংলাদেশ।
আগামীকাল সোমবার সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। ম্যাচের আগের দিন আজ রোববার নিজেদের আশা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনারা সবাই জানেন যে, মিরপুরের উইকেটে সবসময় রেজাল্ট হয়। এখানে বোলিংটা নিখুঁত হতে হয়ে। শুধু তাই নয়, ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আমরাও সে চেষ্টা করব। চেষ্টা করব—দল হিসেবে খেলার। অ্যাফোর্ট দেওয়ার। চেষ্টা করব ফল পক্ষে আনার।’
টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রায়ই কথা ওঠে। আজ সংবাদ সম্মেলনেও উঠল একই প্রসঙ্গ। তবে মুমিনুল জানিয়ে দিলেন, লম্বা সময় খেলা নিয়ে দলে কোনো সমস্যা দেখছেন না।
মুমিনুল বলেন, ‘ক্লান্তির কথা উঠলে বলব—আমার কাছে এমন কিছু মনে হয় না। আর, আগে-পিছে কী হলো কিংবা কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এসব নিয়ে ভাবছি না। আগামী পাঁচ দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ দিন কী হবে, সেটিই আমাদের ভাবনা। মাঠে ভালো করতে হবে, এটাই আমাদের ভাবনা।’
চট্টগ্রামে রানের উইকেটে তামিম ইকবাল-মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং নাঈম হাসানের দারুণ বোলিংয়ে টেস্টের শেষ দিন ড্র করে বাংলাদেশ। এবার, দ্বিতীয় টেস্টে জয়েই চোখ রাখবে দুদল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হচ্ছে সিরিজটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই জয় পেয়েছে মুমিনুল হকের দল। একটিতে ড্র করেছে, বাকি পাঁচটিতে দেখেছে হারের মুখ।