শেষের রোমাঞ্চে মুম্বাইকে হারাল পাঞ্জাব
ওয়াংখেড়েতে খেলা মানেই মুম্বাইয়ের রান পাহাড় টপকানো। আইপিএলের চলতি আসর অন্তত তেমনটাই দেখা গেছে। তবে মুম্বাইয়ের সেই ধারাবাহিকতা ভাঙল পাঞ্জাব কিংস। কলকাতার বিপক্ষে পারলেও পাঞ্জাবের বিপক্ষে দুইশত রানের বেশি তাড়া করে জিততে পারল না আইপিএলে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল শনিবার (২২ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব কিংস। জবাবে ৬ উইকেটে ২০১ রানের বেশি তুলতে পারেনি রোহিত শর্মার দল। যার ফলে ১৩ রানের জয় পেয়ে যায় পাঞ্জাব।
আগে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও সিমরন সিং ভালো শুরু করতে পারেনি। দলীয় ১৮ রানে শর্টের বিদায়ে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। ক্যামেরুন গ্রিনের বলে চাওলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শর্ট। তার বিদায়ের পর তাইদেকে নিয়ে শুরুর চাপ সামাল দেন সিমরন। এই দুই ব্যাটার মিলে ৪৭ রানের জুটি গড়ে পাঞ্জাব শিবিরে স্বস্তি ফেরান।
যদিও দলীয় ৬৫ রানে সিমরনের বিদায়ে ফের ধাক্কা খায় পাঞ্জাব। ১৭ বলে ২৬ রান করে ফেরেন সিমরন। তার বিদায়ের পর দ্রুতই জোড়া উইকেট হারায় পাঞ্জাব। ১ রানের ব্যবধানে ফিরে যান লিবিংস্টোন ও তাইদে। ৮৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা ক্রমশ ফুরিয়ে যেতে থাকে পাঞ্জাবের। তবে সেই আশায় নতুন করে প্রাণের সঞ্চার করেন হারপ্রিত সিং ও স্যাম কারান। এই দুইজনের ৯২ রানের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাঞ্জাব।
দলীয় ১৭৫ রানে হারপ্রিতের বিদায়ে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। ২৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন হারপ্রিত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেট হারিয়ে ২১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। মুম্বাইয়ের হয়ে গ্রিন ও চাওলা ২টি করে উইকেট নেন।
২১৫ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই ইনফর্মে থাকা ইশান কিশানের উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় আর্শদিপ সিংয়ের বলে শর্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইশান। তবে শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা ও ক্যামেরুন গ্রিন। এই দুই ব্যাটার প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৫৪ রান তুলে লক্ষ্য ছোঁয়ার ইঙ্গিত দেয়।
এরপর ৭৬ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যায় এই দুই ব্যাটার। যদিও দলীয় ৮৪ রানে ফিরে যান রোহিত। ২৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে অ্যান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত।
অধিনায়ক রোহিতের বিদায়ের পর কিছুটা ধাক্কা খায় মুম্বাই। তবে সেই ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেন দুই ব্যাটার গ্রিন ও সুর্যকুমার যাদব। এই দুইজনের ৭৫ রানের জুটিতে জয়ের স্বপ্ন গাঢ় হয় মুম্বাইয়ের। তবে দলীয় ১৫৯ রানের ক্যামেরুন গ্রিন ৪৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন। গ্রিনের বিদায়ের পর টিম ডেভিডকে নিয়ে ঝড়ো ব্যাটিং করেন সুর্যকুমার।
তবে শেষের দিকে সূর্যকুমার আউট হলে বড়সড় চাপে পড়ে মুম্বাই। ২৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। তার বিদায়ের পর শেষের চাপ সামলাতে না পেরে হারের স্বাদ নিতে হয় মুম্বাইকে।