শেষ ওভার পর্যন্ত খেলা যাওয়ায় সন্তুষ্ট কিউই অধিনায়ক
দারুণ জয়ে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। তবে ৯৪ রানের লক্ষ্য ছুঁতে বাংলাদেশকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। নিউজিল্যান্ড বোলার রাচিন রবীন্দ্র-গ্র্যান্ডহোমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিতে পেরেছে অতিথিরা। তাতেই সন্তুষ্ট নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
ম্যাচ শেষে ল্যাথাম বলেন, ‘আমরা লড়াইয়ে কিছুটা সমান ছিলাম। তবে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে কৃতিত্ব তাদের। শুরুর দিকে বেশ কিছু উইকেট হারিয়েও তাঁরা ম্যাচের নিয়ন্ত্রণে রেখেছিল। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করেছেন, তাদের কৃতিত্ব দিতে হয়। ম্যাচ যে আমরাও শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট।’
নিজেদের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘একটা লড়াইয়ের মতো ইনিংস চেয়েছিলাম আমরা। কিন্তু আমরা দ্রুত উইকেট হারালাম ফলে গতি ধরে রাখা কঠিন ছিল। এটা একটা তরুণ দল। যাদের অনেকে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। আমরা অনেকেই এখানে খেলিনি। আমরা আশা করি পঞ্চম ম্যাচে ভালো খেলতে পারব।’
আজ বুধবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতল মাহমুদউল্লাহর দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৯৩ রান গড়ে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ইয়ং উইল। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। জয় তুলে নিলেও ৯৪ রান তুলতে ১৯.১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে।