শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আজ শেষ হতে চলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজে স্বাগতিকরা।
বিশ্বকাপে যাওয়ার আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর এই সিরিজের স্কোয়াডের একজন বাদে সবাই যাচ্ছেন বিশ্বকাপে।
চলতি সিরিজের প্রথম চার ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে নিজেদের পরখ করার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। তাই শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাংলাদেশ সফরে দুঃস্বপ্নের মতো সময় কেটেছে নিউজিল্যান্ডের। সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ হেরেছে এবং একটিতে জিতেছে তারা।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং ও ম্যাট হেনরি।