শেষ ম্যাচে খেলবেন না সাকিব?
গত রাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে স্বাগতিকেরা। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে বাংলাদেশ। সে তালিকায় আছেন সাকিব আল হাসান। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিসিবির সূত্রে জানা গেছে, শেষ টি-টোয়েন্টিতে সাকিবসহ কয়েক জনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজম্যান্ট। সাকিবের আঙুলে হালকা ব্যথা অনুভব হওয়ায় বিশ্রামে রাখা হতে পারে তাঁকে। একই সঙ্গে এই সিরিজের দলই যখন বিশ্বকাপ স্কোয়াডে, তাই শেষ ম্যাচে কয়েক জনকে কিছুটা প্রস্তুতির সুযোগ দিতে চায় বাংলাদেশ।
সাকিবের সঙ্গে তাই মুস্তাফিজ ও সাইফউদ্দিনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজম্যান্ট। সে ক্ষেত্রে খেলানো হতে পারে বাকি দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে। দুজনই আছেন বিশ্বকাপ স্কোয়াডে।
অবশ্য, বিশ্রাম পেলেও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ নেই সাকিব আল হাসানের। কারণ, এই সিরিজ শেষে সাকিব নেমে পড়বেন আইপিএলের ব্যস্ততায়। সিরিজ শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে আগে বাগেই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় বিকেল ৪টায়।